ট্রান্সফার ব্যান হটে যাওয়ায় অবশেষে স্বস্তির আবহ ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। এবার তাদের নতুন বিদেশি ফরোয়ার্ড জেক জার্ভিসকে (Jake Jervis) খেলাতে কোনও সমস্যা নেই আর।
কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় জেক জার্ভিসের আগমনের খবর জানিয়েছিলো ইস্টবেঙ্গল। এবার ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন জেক জার্ভিস, তাও আবার সম্পূর্ণ বাংলাতে ! লাল-হলুদ ব্রিগেডের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যেখানে জার্ভিসকে সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে শোনা যায়।
জার্ভিস বলেছেন, ” কেমন আছো আমাগো ফ্রেন্ড। আমি জেক জার্ভিস।তোমাদের নতুন অ্যাটাকিং পোলা,জয় ইস্টবেঙ্গল, জয় লাল হলুদ”
এখন যা সম্ভাবনা, তাতে আগামী ৩ রা ফেব্রুয়ারি ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক হতে পারে জেক জার্ভিসের।ট্রান্সফার ব্যান থাকাকালীন জার্ভিস টিম হোটেলে থেকেই দলের সাথে প্রাক্টিস করেছিলেন।তাই তার ম্যাচ ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন ওঠার জায়গা নেই। এখন দেখার বিষয় জার্ভিসের মাঠে নামা ঘরের মাঠে ইস্টবেঙ্গলের ভাগ্য বদল করতে পারে কিনা।
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jake Jervis: অভিষেকের আগে সমর্থকদের বাংলায় বার্তা ইস্টবেঙ্গলের ব্রিটিশ তারকার